এক নজরে

পুজোয় বাংলাদেশের ইলিশের অভাব হবে না ঢুকল আরো দুশো টন

By admin

October 11, 2020

কলকাতা ব্যুরো:(প্রতীকী ছবি) শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে এই মরসুমের শেষ ইলিশের ট্রাক ঢুকলো এ রাজ্যে। শনিবার ১৫ টি ট্রাকে ২০০ টন ইলিশ এসেছে। ফলে এবার মোট প্রায় এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ ঢুকেছে পেট্রাপোল হয় বাংলাদেশ থেকে। যার আর্থিক মূল্য এক লক্ষ ৮৭ হাজার মার্কিন ডলার।

গত ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এ রাজ্যে ইলিশ রপ্তানি শুরু করেছিল। কলকাতার ব্যবসায়ীরা জানিয়েছেন, এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে যা মাছ ঢুকেছে, তা তে এ বছর দুর্গা পুজো য় বাঙালির পাতে ইলিশের সমস্যা হবে না। মূলত খুলনা, চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা থেকে এই মরসুমের শেষ চুক্তির ইলিশ এ রাজ্যে পৌঁছায়।

বাংলাদেশ সরকার ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। কেননা তার আগে সেখানে ছোট ছোট ইলিশ ধরায় ইলিশের উৎপাদন প্রায় তলানিতে পৌঁছে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার তারপর থেকে কড়া হাতে ছোট ইলিশ ধরা বন্ধ করে দেয়। এর ফলে এখন প্রমাণ মাপের ইলিশ যথেষ্টই উঠছে বাংলাদেশের নদী গুলি থেকে। আর উৎপাদন ভাল হওয়ায় বাড়তি লাভের জন্য বাংলাদেশ সরকার এবার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

হাওড়া এবং বেহালার বড় ইলিশের আড়তদাররা বলছেন, এবার দুর্গা পুজোয় বাংলাদেশের ইলিশের আর কমতি থাকবে না। কিন্তু ইলিশের দাম এ বছর আর কমার কোনো লক্ষণ নেই। বারোশো থেকে চৌদ্দশ টাকা কিলো বাংলাদেশের ইলিশ এখন বাজারে যথেষ্টই পাওয়া যাচ্ছে। যদিও দামের হিসেবে তা মধ্যবিত্তের নাগালের বাইরেই রয়েছে।

এবছর যদি আর বাংলাদেশ থেকে ইলিশ না আসে, সে ক্ষেত্রে একটা বিষয় নিশ্চিত, এবার পুজোয় বেশি না খরচ করলে, মধ্যবিত্তের পক্ষে আর পদ্মার ইলিশে ঘরে বসে রসনা তৃপ্তির সুযোগ তেমন থাকবে না।