এক নজরে

রাজ্যের আবেদন খারিজ

By admin

December 04, 2020

কলকাতা ব্যুরো: সিএজি তদন্তেই অনড় থাকলো হাইকোর্ট। আমফান মামলায় রাজ্যের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলায় আগের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে আমফান নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (ক‌্যাগ) কে দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের উল্লেখ পড়বে মামলার উল্লেখ করে এই মামলায় রাজ্যের কিছু বক্তব্য আছে বলে জানান রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত।

আদালতের এই নির্দেশের পুনর্বিবেচনার আবেদন রাখেন তিনি। কিন্তু তার আর্জি খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর আগের নির্দেশই বহাল রাখেন হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এদিন রাজ্যের এজির বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতির মন্তব্য, এই মামলায় রাজ্যকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। আর সময় দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারে বলেও এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।