এক নজরে

শিক্ষকদের জন্য সুখবর বদলি এবার অনলাইনে দিতে হবে না কোন অবজেকশন সার্টিফিকেট

By admin

October 07, 2020

কলকাতা ব্যুরো : শিক্ষক-শিক্ষিকাদের বদলির নিয়মে আর কোনো জটিলতা চাইছেনা রাজ্য সরকার। বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাই শিক্ষক-শিক্ষিকাদের মিউচুয়াল ট্রান্সফার অফিস বদলির জন্য অনলাইন পোর্টাল উদ্বোধন করলেন। এবার থেকে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করবেন তারা এই পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। শিক্ষা মন্ত্রী বলেন মিউচুয়াল ট্রান্সফারে অফিস বদলির জন্য শিক্ষক-শিক্ষিকাদের কোন শুনানি হাজিরা দিতে হবে না। পুরো প্রক্রিয়াটি অনলাইনে হবে। মিউচুয়াল ট্রান্সফারে জন্য অনলাইন পোর্টাল চালু করার পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন এতদিন পর্যন্ত যে সমস্ত মিউচুয়াল ট্রান্সফারে আবেদনপত্র পড়ে রয়েছে সেগুলি সাতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। নিষ্পত্তি করার পাশাপাশি স্টেটাস রিপোর্ট শিক্ষামন্ত্রীকে পাঠাতে হবে বলে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। শুধু তাই নয় এবার থেকে শিক্ষক-শিক্ষিকাদের বদলির জন্য কর্মরত স্কুল থেকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে না বলেও জানিয়ে দিয়েছেন। তিনি জানান অভিযোগ আসছে বেশ কিছু স্কুল সার্টিফিকেট শিক্ষক-শিক্ষিকাদের দিচ্ছে না। এবার থেকে স্কুলের বদলির আবেদন এর জন্য নো অবজেকশন সার্টিফিকেট লাগবে না স্কুল বিদ্যালয় পরিদর্শক সেটা জানিয়ে দিতে চাই ।