এক নজরে

#Primary TET : প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ

By admin

July 19, 2022

কলকাতা ব্যুরো: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary TET) সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চে শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছে। মঙ্গলবারও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের তরফের আইনজীবী সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন। কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার স্পষ্ট জানান, আপাতত কোনও স্থগিতাদেশ এই মামলায় ডিভিশন বেঞ্চ দিচ্ছে না। এ দিন সিবিআই মুখবন্ধ খামে নিয়োগ দুর্নীতি তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করেছে।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্ত জানান, তিনি শুধুমাত্র লিখিত নোটিশ জমা দিচ্ছেন। কোনও মৌখিক বক্তব্য আজ আর তিনি বলবেন না। এ ছাড়া সব পক্ষকে শুক্রবার ৪.৩০ পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাঁদের বক্তব্যের লিখিত নোটিশ জমা দেওয়ার জন্য। তারপরে আর কোনও লিখিত বক্তব্য গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। এরপরই মামলার রায়দান স্থগিত রাখার কথা জানান বিচারপতি সুব্রত তালুকদার ও লাপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary TET) টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। নিয়ম বহির্ভূত ভাবে ২৬৯ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে মনে করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি এদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি পর্ষদ সভাপতিকেও অপসারণের নির্দেশ দিয়েছিলেন তিনি। এই সমস্ত নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে একাধিক আপিল হয়েছিল। সেই সংক্রান্ত মামলার শুনানি শেষ হল এদিন।