কলকাতা ব্যুরো: শনিবার থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। রবিবার সকালেও কোনও বিরাম নেই। বৃষ্টি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদার বিভিন্ন অংশে। নিম্নচাপের জেরে রবি ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
প্রসঙ্গত, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পর ভাসতে চলেছে উত্তরবঙ্গ । বর্তমানে নিম্নচাপ পশ্চিম বিহার ও উত্তরপ্রদেশের কাছাকাছি রয়েছে । ধীরে ধীরে তা পূর্ব দিকে এগিয়ে আসছে। এর ফলে আগামী দু’দিন (রবি ও সোমবার) উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাতের জেরে সর্তকতা জারি করেছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ।
এক নজরে দেখে নিন রবিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের কোথায় কত বৃষ্টি হয়েছে?
কালিম্পং- ১১ সেন্টিমিটার
কার্শিয়াং- ১৪ সেন্টিমিটার
দার্জিলিং- ১২ সেন্টিমিটার
জলপাইগুড়ি- ৮৯.২ সেন্টিমিটার
কোচবিহার- ৯৬.৪ সেন্টিমিটার
সোমবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, দুই দিনাজপুরেও। পার্বত্য এলাকাগুলোতে ধসের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি জলস্তর বাড়তে পারে নদীগুলিতেও।
বঙ্গোপসাগরের তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিতে ইতিমধ্যে বেশকিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলো আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।