কলকাতা ব্যুরো: দক্ষিণবঙ্গের পর নিম্নচাপের প্রভাবে এবার ভাসতে চলেছে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমের দিকে এগিয়ে যাওয়ায় পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি পরিমাণ বেড়ে গিয়েছে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমেছে। এবার এই নিম্নচাপ ক্রমশ উত্তরবঙ্গের দিকে এগিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরই মধ্যে উত্তরবঙ্গে এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আকাশে সকাল থেকেই ছিল কালো মেঘ। শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় কয়েক পশলা মুষলধারায় বৃষ্টি হয়েছে। যদিও শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় বিকেলের পর মেঘ কেটে রোদ্দুর উঠেছে। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
একটি নিম্নচাপ পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের ওপরে অবস্থান করছে। যা পূর্বদিকে অগ্রসর হয়ে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপরে যাবে আগামী ৩, অথবা ৪ অক্টোবর নাগাদ। যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৪ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, ৩ অক্টোবর রবিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ প্রায় সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে একমাত্র মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিকে সতর্ক করে বলা হয়েছে, অতিবৃষ্টির জেরে নদীতে জলের স্তর বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং-এ ধস নামার সম্ভাবনা রয়েছে। তাই ওই দুই জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
জানা গিয়েছে শনিবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। লাগাতার বৃষ্টির ফলে নদীগুলির জলস্তর স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। পরিস্থিতি এমনিতেই সংকটজনক। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ভারী বৃষ্টির জেরে নেমেছে একের পর এক ধস। রাজ্যে টানা ভারি বৃষ্টির বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে দিল। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ, শনিবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে। অন্যদিকে, রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারও ভারি বৃষ্টি হবে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার ও দিনাজপুরে। ৪ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে।
শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলা গুলিতেও নিম্নচাপের দাপটে বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ।