%%sitename%%

এক নজরে

Weather Updates West Bengal: দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা

By admin

September 13, 2021

কলকাতা ব্যুরো: নিম্নচাপের প্রভাব, সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরুও হয়ে হয়ে গিয়েছে বর্ষণ। এদিন অভি ভারী বৃষ্টিজনিত কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। ঙ্গে ঘণ্টায় বইতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

নিম্নচাপের কারণে সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। যখন তখন আকাশ অন্ধকার করে নামতে পারে বৃষ্টি। এর সঙ্গে উপকূলবর্তী জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। এমনকি, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া অফিস।

হাওয়া অফিস জানিয়েছে, আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতাসহ উপকূলের জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে । এই নিম্নচাপ ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে। এরপর তা উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। তারপর এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম। এটি স্থলভাগে ওড়িশার উপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ৷ নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় উত্তাল হবে সমুদ্রের উপকূল। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

পাশাপাশি কলকাতাতেও দু-এক পশলা মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা সহ পাঁচ জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে । দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবারেও বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস । উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৮%। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১২.৭ মিলিমিটার ।