এক নজরে

পুজোর চার দিন সব অফিস খোলা স্বাস্থ্য দপ্তরের

By admin

October 03, 2020

কলকাতা ব্যুরো: এবার পুজোয় পুলিশের মতোই চারদিন ধরে টানা ডিউটি করতে হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী অফিসারদের। করোনার আবহে পুজোর মধ্যে কোন বিপদ হলে তা সামলানোর জন্য স্বাস্থ্য ভবন থেকে শুরু করে সব জেলা স্বাস্থ্য আধিকারিক এর দপ্তর, মহ কুমা স্বাস্থ্য অধিকরিকের দপ্তর খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সদ্য নিযুক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে বৈঠকের পর শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য ভবন।

সাধারণভাবে অন্যান্য বছর পুজোর সময় কিছু কর্মীকে নিয়ে স্বাস্থ্য ভবনে একটি কন্ট্রোল রুম পুজোর চারদিন খুলে রাখা হয়। কিন্তু এবার আর সেভাবে কাজ চালানো যাবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

তাই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেছেন, এ বছর পুজোয় হঠাৎ কোন বড় বিপদ আপদ হলে তা সামলানোর জন্য এবং জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য, গোটা রাজ্যের সব স্বাস্থ্যকর্তার অফিস খুলে রাখা হবে। একইসঙ্গে করোনা যোদ্ধা ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের নিয়ে ডিউটি করার জন্য সূচি তৈরি করা হবে।

ইতিমধ্যেই বহু সংগঠন এবার করোনা বিধি মেনে পুজো করলে পুরস্কারের কথা ঘোষণা করেছে।