কলকাতা ব্যুরো: পুরুলিয়ার আরসায় এক আদিবাসী দম্পতির মুন্ডহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। কে বা কারা এমন নৃশংস ভাবে এবং কেনই বা তাদের খুন করলো, তার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবারের ওই ঘটনার পর কাটা মুণ্ডুদুটির সন্ধানও চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।