এক নজরে

হাতরাসে প্রবল চাপে সিবিআই নির্দেশ ইউপি সরকারের

By admin

October 03, 2020

কলকাতা ব্যুরো: প্রবল চাপের মুখে পরে অবশেষে হাতরাস কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার। শনিবার সন্ধ্যায় যোগী সরকারের তরফে এক প্রেস বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। হাতরাসে এক দলিত তরুণীকে গণধর্ষণ এবং নৃশংস খুনের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে।

এই অবস্থায় এই তরুণীর দেহ পরিবারের অমতে পুলিশ জ্বালিয়ে দেওয়ার অভিযোগে আরো বেশি চাপের মুখে পড়েছে যোগী সরকার। ইতিমধ্যেই জেলাশাসক, পুলিশ সুপারকে সাসপেন্ড করেছে উত্তরপ্রদেশ সরকার। এই মামলার তদন্ত ভুল পথে চালিত করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে বিভিন্ন মহলে। ইতিমধ্যেই সরকারের তরফে দাবি করা হয়েছে, ওই তরুণীকে ধর্ষণ করা হয়নি। ফলে তাতে আরো বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে যোগী আদিত্যনাথের সরকারকে। এখন প্রবল চাপের মুখে পড়ে সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিল বলে মনে করা হচ্ছে।