এক নজরে

হাথরাসে তদন্তে নজরদারির দায়িত্ব এলাহাবাদ হাইকোর্টকে

By admin

October 27, 2020

কলকাতা ব্যুরো: হাথরাসে তরুণীকে গণধর্ষণ ও খুনের অভিযোগে সিবিআই তদন্ত নজরদারির দায়িত্ব এলাহাবাদ হাইকোর্টের হাতে ছেড়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ জানিয়ে দেন, মামলা উত্তরপ্রদেশের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার যে আবেদন ছিল, তা জারি থাকলো। তদন্ত যতক্ষণ চলবে প্রয়োজনমতো সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তরপ্রদেশের ওই তরুণীর পরিবারকে সিআরপিএফের নিরাপত্তা দেওয়ার বিষয়ে অবশ্য এদিন সরাসরি কিছু বলেনি সুপ্রিমকোর্ট। যদিও এলাহাবাদ হাইকোর্টকে তদন্তের ওপর নজরদারির নির্দেশ দে ওয়ায় আগামীতে এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত এলাহাবাদ হাইকোর্ট নেবে বলে মনে করছেন আইনজীবীরা। এর আগে হাথ রাসের ওই নৃশংস ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। আবার এলাহাবাদ হাইকোর্টে ও মামলা দায়ের হয়। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এলাহাবাদ হাইকোর্টের আগের দেওয়া রায়ে পরিবারটির এবং তরুনীর লেখা নাম মুছে দিয়ে নতুন করে ওই অর্ডার প্রকাশ করুক। আবার এলাহাবাদ হাইকোর্ট কি রায় দিয়েছে, তা কেন্দ্র জনসমক্ষে প্রকাশ করুক।

সুপ্রিম কোর্টের মামলার শুনানি শেষ হয় ১৫ অক্টোবর। এদিন সুপ্রিম কোর্ট হাথরাসের গোটা ঘটনার ওপর এলাহাবাদ হাইকোর্টকে নজরদারির দায়িত্ব দেওয়ায়, এবার ওই আদালত সিট গঠন নিজেরা করে কিনা সে ব্যাপারে আগামী দিনে সেখানে দরবার করতে চান আইনজীবীরা।