এক নজরে

হাতরাসের ঘটনায় আজ রাজ্যজুড়ে প্রতিবাদ

By admin

October 03, 2020

কলকাতা ব্যুরো:(প্রতীকী ছবি) হাতরাসের ঘটনা নিয়ে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বিকেলে এই ইস্যুতে পথে নামবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবেন তিনি। মিছিল শুরু হবে বিকেল চারটের সময়। সারা রাজ্যজুড়েই এই ইস্যুতে আজ প্রতিবাদ আন্দোলনে নামবে তৃনমূল।

বাম এবং কংগ্রেসের পক্ষ থেকেও আজ একই ঘটনার প্রতিবাদে যৌথ মিছিল সংগঠিত হবে। মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত ওই মিছিলে পা মেলাবেন বাম ও কংগ্রেসের রাজ্যস্তরের শীর্ষ নেতৃবৃন্দ।

কংগ্রেস, তৃনমূল, বামেরা এই ইস্যুতে জাতীয় স্তরেও সরব হয়েছে ইতিমধ্যেই। হাতরাস যাবার পথে গ্রেপ্তার করা হয়েছিলো রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কাকে। গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে আটকে দেওয়া হয় তৃনমূল সাংসদদের প্রতিনিধিদলকে। দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে সামিল হন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।