এক নজরে

হাতরাস নিয়ে আজ ফের পথে তৃনমূল

By admin

October 08, 2020

কলকাতা ব্যুরো: হাতরাস কাণ্ডের প্রতিবাদে আজ ফের পথে নামছে তৃনমূল। আজ বিকেল তিনটে নাগাদ যাদবপুর ৮বি বাস স্টান্ড থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করবে তৃনমূল মহিলা কংগ্রেস। মিছিলে উপস্থিত থাকবেন দলের মহিলা নেত্রীরা।

গতকালও এই ইস্যুতে শ্রদ্ধানন্দ পার্ক থেকে মিছিল করে তৃনমূল মহিলা মোর্চা। মিছিলে উপস্থিত ছিলেন দলের প্রথম সারির মহিলা নেত্রীরা। তবে আজকের মিছিল একইসঙ্গে সরব হবে রাজ্যে বিজেপির নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে।এই ইস্যুতে গত কয়েকদিন ধরেই চলছে তৃণমূলের আন্দোলন।

দলের তরফে ছাত্র, যুব, মহিলা, কৃষক, খেত মজুর সহ অন্যান্য সংগঠনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ইস্যুতে রাস্তায় নামতে। সে অনুযায়ী চলছে আন্দোলন। এই ইস্যুতে দিন দুয়েক আগেই বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও।

রাজ্যে বাম এবং কংগ্রেসের তরফেও এই ইস্যুতে দুটি যৌথ মিছিলের আয়োজন করা হয়। একটি মিছিল ছিল ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত। যদিও ডোরিনা ক্রসিং পর্যন্ত পৌছানোর পর সেই মিছিল আটকে দেয় পুলিশ।পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা।

মঙ্গলবার অবশ্য লেনিন সরণি থেকে পার্ক সার্কাস পর্যন্ত যৌথ মিছিল করে বাম ও কংগ্রেস। মিছিলে পা মেলান বিমান বসু, আব্দুল মান্নান সহ দুই শিবিরের বিশিষ্ট নেতারাই।