কলকাতা ব্যুরো: হাতরাস কাণ্ডের প্রতিবাদে বুধবার বাম কংগ্রেসের যৌথ মিছিল করলো কলকাতায়। লেনিন সরণি থেকে পার্ক সার্কাস পর্যন্ত ওই মিছিলে পা মেলান রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের বিরোধী দল নেতা আব্দুল মান্নান সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।
দিন তিনেক আগেও একই ইস্যুতে ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত যৌথ মিছিলের ডাক দিয়েছিলো বাম ও কংগ্রেস। যদিও ডোরিনা ক্রসিং পর্যন্ত যাওয়ার পর সেই মিছিল আটকে দেয় পুলিশ। প্রতিবাদে পথে বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।