এক নজরে

কৃষি বলে প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়লেন অকালি নেত্রী

By admin

September 17, 2020

কলকাতা ব্যুরো: মোদী -অমিত শাহদের বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রিসভার থেকে পদত্যাগ করলেন শিরোমনি আকালি দলের নেত্রী হারসিমরত কৌর বাদল। বৃহস্পতিবার টুইট করে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী। তিনি বলেছেন, কৃষক বিরোধী অর্ডিন্যান্স ও আইনের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। চাষী ও তাদের মা-বোনেদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।অকালি দলের নেত্রীর মন্ত্রিসভা ছাড়াই এখন চাপ বাড়লো বিজেপির। যদিও এ ব্যাপারে বিজেপির তরফ সে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। লোকসভায় এই বিল পাস হওয়ার আগে থেকেই এর প্রতিবাদে বিহার, পাঞ্জাব, হরিয়ানা সহ নানা রাজ্যের কৃষকদের বিক্ষোভ চলছিল। লোকসভায় এই বিল ফাঁস হয়ে যাওয়ার পর এবার রাজ্যসভায় তা টেস্ট করা হবে।