এক নজরে

প্রকাশ্যে গুলি করে খুন ছাত্রীকে

By admin

October 28, 2020

কলকাতা ব্যুরো: হরিয়ানায় প্রকাশ্যে গুলি করে খুন করা হলো এক তরুণী কলেজ ছাত্রীকে। মঙ্গলবার দুপুরে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয় তাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদাবাদে রাস্তা অবরোধ ও বিক্ষোভে সামিল হন স্থানীয় মানুষ। রাতে সামিল হন ছাত্রছাত্রীরাও। ওই ঘটনার মূল অভিযুক্ত তৌসিফ সহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্ত করা হয় তাদের। ইতিমধ্যেই সিট গঠন করে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকার। লাভ জিহাদের জেরেই এই পরিণতি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত।