এক নজরে

হাক্কানি নেটওয়ার্কের হাতে কাবুলের নিরাপত্তা তুলে দিল তালিবান

By admin

August 21, 2021

কলকাতা ব্যুরো: দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সাধারণত থাকে সেনাবাহিনীর হাতে। কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রে দৃশ্যটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। সূত্রের খবর, কাবুলের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের হাতে। এই সংগঠনটি আল কায়দার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। সূত্রের খবর, কাবুলের নিরাপত্তার জন্য মোতায়েন ৬ হাজারেরও বেশি সশস্ত্র হাকান্নি নেটওয়ার্কের সদস্য।

বর্তমানে জালালউদ্দিন হাক্কানির ছেলে অনিশ হাক্কানি এবং ভাই সিরাজউদ্দিন হাক্কানি এই জঙ্গি নেটওয়ার্কের দায়িত্বে রয়েছে। অনিশ হাক্কানির পাশাপাশি রয়েছে খলিল আল রহমান হাক্কানিও, যার নাম UN-এর জঙ্গি তালিকায় রয়েছে। সেও এই নেটওয়ার্কের সদস্য। তাকে কাবুলের রাস্তায় দেখা গিয়েছে বলেও জানা গিয়েছে।

সূত্রের খবর, তালিবান এবং আল কায়দার জন্য অর্থ সংগ্রহ করত হাক্কানি নেটওয়ার্ক। গত বছর দোহায় মার্কিং প্রশাসনের সঙ্গে তালিবানের সমঝোতা চুক্তি হয়। তখন আফগানিস্তানে কোনও সন্ত্রাসবাদে মদত না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাঁরা। কাবুলের দায়িত্বভার হাতে নেওয়ার পর সেই প্রতিশ্রুতি আদতে কি কার্যকর হবে? উঠছে সেই প্রশ্ন।

উল্লেখ্য, শনিবার আশরাফ ঘানির ভাই হাসমত ঘানি আজমজাই তালিবান সরকারের সঙ্গে হাত মেলান। আর এই চিত্র প্রকাশ্যে আসতেই কানাঘুষো শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরে। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কুচিসের গ্র্যান্ড কাউন্সিলের চিফ হাসমত সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি তালিবান সরকারকে সমর্থন করেন।