কলকাতা ব্যুরো: করোনার দ্বিতীয় থাবায় আবার চ্যালেঞ্জের মুখে রাজ্যের শিক্ষাব্যবস্থা। রবিবার থেকে রাজ্যে কার্যত দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হল। এই অবস্থায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত’ হবে বলে শনিবার দুপুরে ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, জুন মাসে আগের ঘোষণা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। সেই পরীক্ষা স্থগিত করা হলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে নতুন করে উচ্চমাধ্যমিক নেওয়া হবে।
এদিন বিকেলে দ্বিতীয় দফায় সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়ে দেয়, জুনে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। ওই পরীক্ষা আপাতত স্থগিত করা হলো। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কবে হবে তা নিয়ে ঝুলে রইলো প্রশ্ন।


এর মধ্যেই নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ওঠার পরীক্ষায় স্কুলগুলি কি ভূমিকা নেবে, আদবে নতুন করে পরীক্ষা হবে কিনা সে নিয়ে প্রশ্ন রয়েছে। যা নিয়ে শিক্ষক এবং অভিভাবকরাও নানা মত পোষণ করছেন। এরই মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ঝুলে যাওয়ায় কয়েক লক্ষ পরিবার চিন্তার মুখে।

Share.
Leave A Reply

Exit mobile version