কলকাতা ব্যুরো: হাইতি ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার ক্যারিবিয়ান এই দেশটিতে রিখটার স্কেলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ধ্বংস হয় বহু বিল্ডিং। সেই ভূমিকম্পের তাণ্ডবে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৯৭ জনের। আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৭০০ মানুষ আহত হয়েছে।
তবে হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিস্থিতি এখনও খুবই করুণ। বিশেষ করে লে কায়ে শহরটি পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। এদিকে উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয়রাই। এদিকে ত্রাণ, চিকিত্সা সহায়তার খোঁজে মরিয়া হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। ভূকম্পের জেরে রীতিমতো ধুলোয় মিশে যায় একাধিক বহুতল। অনেকেই সেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান। কিছুক্ষণের জন্য উপকূলীয় শহর লে কায়ে জলও ঢোকে সমুদ্র থেকে। প্রাথমিকভাবে সুনামির সতর্কতাও জারি করেছিল মার্কিন সুনামি সংস্থা। পরে তা তুলে নেওয়া হয়।
প্রসঙ্গত, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ জোরালো কম্পন অনুভূত হয়েছিল দক্ষিণ-পশ্চিম হাইতিতে। তারপর একের পর এক ‘আফটারশকে’ কেঁপে উঠতে থাকে বিস্তীর্ণ এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজধানী পোর্ত-অউ-প্রিন্সের পশ্চিমে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।