এক নজরে

#MamataBanerjee: “১০ সেকেন্ডের জন্য বড় বিপদ থেকে রক্ষা”

By admin

March 07, 2022

কলকাতা ব্যুরো: বারাণসী থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিপর্যয় নিয়ে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার বিধানসভায় ঢোকার মুখে নিজেই এই কথা জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আর ১০ সেকেন্ড হলেই বড় বিপর্যয় ঘটে যেতে পারত। তিনি জানান, পাইলটের দক্ষতায় বিমানটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। আচমকা ঝটকায় মুখ্যমন্ত্রীর কোমরে ও বুকে ব্যথাও হয়। মমতা জানান, এখনও সেই ব্যথা কমেনি।

গত শুক্রবার বারাণসী থেকে কলকাতা ফেরার পথে মাঝআকাশে এয়ার টার্বুল্যান্সে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। অবতরণের সময় বিমানটি ভীষণ ভাবে কাঁপছিল। পাইলট দক্ষতার সঙ্গে অনেক নীচে নামিয়ে নিয়ে আসেন বিমানটি। সাধারণত যে বিমানে মুখ্যমন্ত্রী চলাফেরা করেন, এদিন সেই বিমানটি ছিল না। রাজ্য সরকারের ভাড়া করা অন্য একটি বিমানের সওয়ারি ছিলেন মুখ্যমন্ত্রী এবং তাঁর অন্য সঙ্গীরা। ওই বিমানের পাইলট ছিলেন বাবা এবং মেয়ে।

মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় ঢোকার মুখে জানান, তাঁর বিমানের সামনে অন্য একটি বিমান এসে পড়েছিল। সংঘর্ষ এড়াতে পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি প্রায় ৮ হাজার ফুট নীচে নামিয়ে নিয়ে আসেন। তাঁর দাবি, আবহাওয়ার গোলযোগের কারণে ওই দিন বিপর্যয় হয়নি।

নবান্ন সূত্রের খবর, ওই ঘটনা নিয়ে ডিজিসিএ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা না নেওয়ায় মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ। এদিন তাঁর কথাবার্তায় সেই ক্ষোভের কথাই উঠে এসেছে।