কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) মঙ্গলবার গভীর রাতে হাবড়ার টুনিপাড়া মন্ডললপাড়ায় গুলি করে খুন করা হয় এক দম্পতিকে। নিহতদের নাম, রামকৃষ্ণ মণ্ডল এবং লীলারানী মণ্ডল। রাত আড়াইটে নাগাদ বাড়িতে খুটখাট আওয়াজ শুনে ওই দম্পতি ভাবেন, বাড়িতে চোর এসেছে। তারা বাইরে বেরোতেই গুলি করে খুন করা হয় ওই দম্পতিকে।
জানা গিয়েছে, তন্ময় বর নামে এক যুবক ঘনিষ্ঠতা পাতাতে চায় ওই দম্পতির ভাইঝির সঙ্গে। তার প্রতিবাদ করাতেই এই খুন।মূল অভিযুক্ত তন্ময় পলাতক। তবে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।