কলকাতা ব্যুরো: বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পান্ডেকে মনে পড়ছে? গত মাসেই যিনি ঝড় তুলে দিয়েছিলেন মিডিয়ার সামনে এবং পিছনে সুশান্ত সিং রাজপুত রহস্যমৃত্যুতে।রেহা চক্রবর্তীকে ‘আওকাত’ নিয়ে প্রশ্ন তুলে যিনি বিতর্কে জড়িয়ে ছিলেন। সেই গুপ্তেশ্বর পান্ডে এবার রাজনীতির আঙিনায়! মঙ্গলবার তিনি স্বেচ্ছা অবসর নিলেন চাকরি থেকে। ফলে আগামী দিনে নীতীশ কুমারের দলের বিধায়ক পদপ্রার্থী হিসেবে তাকে দেখা যেতে পারে ভোটের ময়দানে।সুশান্ত সিং রাজপুত রহস্যমৃত্যুর মামলায় বিহার পুলিশের এক আইপিএস মুম্বাই পৌঁছানোর পর তাকে কোয়ারেন্টাইন করা নিয়ে প্রথম যুদ্ধংদেহী মনোভাব নিয়ে প্রকাশ্যে আসেন গুপ্তেশ্বর পান্ডে। তারপরে সেই তদন্তভার রাজ্য পুলিশের তরফে তিনি দিয়েছিলেন সিবিআইকে। আর সুপ্রিমকোর্ট যেদিন এই মামলায় সিবিআই তদন্তের দায়িত্ব দেয়, সেদিন এই ডিজিপি বলেছিলেন, বিহারের জন্য সুবিচার পাওয়া গেল। আবার রেহা চক্রবর্তী যেদিন নারকটিকস কন্ট্রোল ব্যুরোরর হাতে গ্রেপ্তার হন, সেদিন তিনি বলেছিলেন, জয় বিহারের জন্য।সেই ডিজিপি পান্ডে কাল থেকে অবসর প্রাপ্ত আইপিএস। এরপর তিনি হয়তো ভোটের ময়দান থেকে সরাসরি বিহার বিধানসভা য় নীতীশ কুমারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন লালু প্রসাদদের বিরুদ্ধে।