এক নজরে

দলের স্থায়ী সভাপতি চাই

By admin

September 07, 2020

কলকাতা ব্যুরো: কোন্দল পিছু ছাড়ছে না কংগ্রেসের। ফের মুখ খুললেন রাজ্য সভার কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। এক সর্বভারতীয় সংবাদপত্রকে তিনি বলেন, কোনো অন্তর্বর্তীকালীন সভাপতি নয়। কংগ্রেসের একজন স্থায়ী সভাপতি চাই। তা এ, বি, সি, ডি- যে কেউই হতে পারেন। তার জন্য ৬ মাস অপেক্ষা করতে রাজি আছি আমরা।

জম্মু ও কাশ্মীরের ওই কংগ্রেস নেতার এই মন্তব্যে নিশ্চিত ভাবেই অস্বস্তি বাড়বে কংগ্রেসের অন্দরে। এক সময় গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আজাদ। কিন্তু সম্প্রতি কংগ্রেসের প্রথম সারির যে ২৩ জন নেতা দলীয় সংগঠন নিয়ে উষ্মা প্রকাশ করে সনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন তার অন্যতম উদ্যোগটা আজাদ ই। যা নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রবল সমালোচনার মুখে পড়েন আজাদ সহ ওই বিক্ষুব্ধ নেতারা। যে প্রসঙ্গে আজাদের মন্তব্য, সেদিন যারা বৈঠকে উপস্থিত ছিলেন তাদের অনেকেই হয় আমন্ত্রিত সদস্য। ৩০-৪০ বছর আগে যখন আমরা পাঞ্জাবে উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই করছিলাম তখন তাদের কেউ কেউ স্কুলে পড়তেন, কারও কারও জন্মও হয়নি।

গত লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধী ইস্তফা দেওয়ার পর ৬ মাসের জন্য দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করেন সনিয়া গান্ধী। সম্প্রতি আরো ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে। তারপর কংগ্রেসের স্থায়ী সভাপতি নির্বাচন হওয়ার কথা।