কলকাতা ব্যুরো: বিজয় রূপানির উত্তরসূরি হিসেবে ভূপেন্দ্র প্যাটেলকে বেছে নিল বিজেপি ৷ রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাঁকে সর্বসম্মতভাবে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ৷
প্রসঙ্গত, শনিবারই আচমকা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিজয় রূপানি ৷ সম্ভাব্য মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন না ভূপেন্দ্র প্য়াটেল ৷ তাই তাঁর মনোনয়নে কিছুটা বিস্ময় তৈরি হয়েছে ৷ তবে ২০২২ বিধানসভা নির্বাচনের আগে ঘাটলোদিয়ার বিধায়ক ভূপেন্দ্র প্যাটেলের হাতে গুজরাতের দায়িত্ব তুলে দিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। পতিদার সম্প্রদায়ভুক্ত ভূপেন্দ্র বিজেপির বরিষ্ঠ নেতা হলেও রূপানির উত্তরসূরির দৌড়ে ছিলেন না তিনি ৷ কিন্তু রবিবার গুজরাতে বিজেপির রাজ্য দফতরে উচ্চপর্যায়ের বৈঠকের পর ভূপেন্দ্রকেই বিধানসভার নেতা হিসাবে বেছে নেয় দল ৷
আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে ভূপেন্দ্রর সামনে কঠিন চ্যালেঞ্জ কারণ শনিবার মুখ্যমন্ত্রীর পদ থকে পদত্যাগ করার পর রূপানি জানিয়েছিলেন, “সময়ের সঙ্গে সঙ্গে দলের কার্যকর্তাদের দায়িত্বও বদল হয়। দলের জন্য আমি কাজ করতে চেয়েছিলাম। এবার বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্টের অধীনে থেকে কাজ শুরু করব।”