এক নজরে

Group C Recruitment: গ্রুপ সি মামলায় আরও অস্বস্তি বাড়লো কমিশনের

By admin

December 14, 2021

কলকাতা ব্যুরো: প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও অবৈধভাবে নিয়োগ হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গ্রুপ ডি ও গ্রুপ সি দুটি ক্ষেত্রেই একই অভিযোগ উঠেছে। গ্রুপ সি নিয়োগের মামলায় প্রায় ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ আগেই গিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সেই মামলায় কমিশনকে নতুন করে হলফনামা দিতে বললো আদালত।

মঙ্গলবার আদালতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এসএসসির থেকে পাওয়া সুপারিশপত্র পেয়েই নিয়োগ করা হয়েছিল। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল মামলার শুনানি। এদিন মধ্যশিক্ষা পর্ষদ হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, তারা এসএসসির থেকে সুপারিশপত্র পেয়েই নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে। এই হলফনামা দেখে হাইকোর্টের পর্যবেক্ষণ, পর্ষদের এই হলফনামা থেকেই এই নিয়োগ প্রশ্নের মুখে পড়ে।

তবে এই মামলায় আরও একবার সামনে এসেছে রাজ্য সরকারের দুই দফতরের কাজিয়া। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশেই ওই ৩৫০ জনের চাকরি হয়েছে। কিন্তু কমিশনের দাবি, তারা কোনওরকম সুপারিশ করেনি। গ্রুপ ডি-র ক্ষেত্রেও একই ছবি সামনে এসেছিল।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে একটি হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাতে গ্রুপ সি-তে কতগুলি পদ ফাঁকা ছিল, কত জনকে নিয়োগ করা হয়েছে, কতজন এখনও চাকরি পায়নি এবং এখনও কত জনের নাম প্যানেলে রয়েছে – এমন সব তথ্য দিতে হবে। পাশাপাশি রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে জেলা স্কুল পরিদর্শকদের কাছে এইসব সুপারিশপত্রের প্রতিলিপি কাদের কাছ থেকে গিয়েছে। এরপরেই এই মামলায় প্রয়োজনীয় নির্দেশ দেবে হাইকোর্ট। ২৩ ডিসেম্বর দুপুর ২ টোয় এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

মামলাকারীদের দাবি ছিল প্যানেল বহির্ভূত ভাবে চাকরি পেয়েছেন অন্তত ৩৫০ জন। এদের মধ্যে যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন তাঁদের সবার বেতন বন্ধ করতে কমিশনকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।