কলকাতা ব্যুরো: পুজোর মুখেই খুলে গেলো বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটির দরজা। কোভিড পরিস্থিতির কারণে কিছুদিন বন্ধ থাকার পর ফের পর্যটকদের জন্য খুলে গেল রামোজি ফিল্ম সিটি। ৮ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে দর্শকদের সীমাহীন বিনোদন দেওয়ার অঙ্গীকার নিয়ে খুলে গিয়েছে রামোজি ফিল্ম সিটি। প্রথম দিন ঘুরতে আসা পর্যটকদের জন্য ছিল গ্র্যান্ড ওয়েলকামের ব্যবস্থা। তবে ফিল্ম সিটি ঘুরিয়ে দেখানোর সময় কড়া কোভিড প্রটোকল মেনে চলা হচ্ছে।

কয়েক মাসের কড়া লকডাউন এবং পর্যটনের উপর বিধিনিষেধ থাকার পর পর্যটকরা ফের ফিল্ম সিটির মুভি সেট, দারুণ সব লোকেশন এবং আরও অনেক বিনোদনমূলক ব্যবস্থা উপভোগ করতে পারবেন। পুনরায় রামোজি ফিল্ম সিটি খোলার প্রথমদিন হাজার হাজার দর্শকের ভিড় ছিলো। এতে ফিল্ম সিটির প্রতি তাঁদের উৎসাহ ধরা পড়েছে।

করোনা প্যানডেমিকের আতঙ্ক ধীরে ধীরে কমছে। তবুও ট্যুরিস্টদের নিরাপত্তার কথা মাথায় রেখে জন্য সবকটি এন্টারটেইনমেন্ট জোনে সবরকম কোভিড বিধি মেনে চলা হচ্ছে ৷ শারীরিক দূরত্ব মেনে চলা এবং ফিল্ম সিটির প্রতিটি জায়গা নিয়মিত জীবাণুমুক্ত করার কাজ জারি রয়েছে ৷ কর্মী ও গাইডদের যথাযথ করোনাবিধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যটকদের কোনওরকম সহায়তার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

কোভিড অতিমারী ঠেকাতে কয়েক মাস বন্ধ থাকার পর ফিল্ম সিটির শিল্পীরা আবার পারফর্ম করছেন। লাইভ নৃত্য, ওয়াইল্ড ওয়েস্ট স্টান্ট শো, এবং প্রধান আকর্ষণ ব্ল্যাকলাইট শো- অ্যানিমেশন এবং অন স্টেজ পারফরম্যান্সের সংমিশ্রণ- সবই আবার ফিরে এসেছে। এছাড়াও শিশুদের জন্য এক্সক্লুসিভ প্লে জোন সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রস্তুত করা হয়েছে। বড় বোর্ডে সাপ এবং মই, বিদেশি এভিয়ান প্রজাতির পাখির পার্ক, প্রজাপতি পার্ক সবই দর্শকদের স্বাগত জানাতে খোলা হয়েছে।

অন্যদিকে ফিল্ম সিটির ভিনটেজ বাসগুলি ফিল্ম সিটির অসাধারণ জায়গাগুলি এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলির অনুরূপ কাঠামোগুলিকে পর্যটকদের ঘুরিয়ে দেখাচ্ছে ৷ রামোজি ফিল্ম সিটি ঘুরতে আসা পর্যটকদের জন্য অক্ষত রাখা হয়েছে বাহুবলী সিনেমার সেট ৷ যা দেখে উচ্ছ্বসিত দর্শকরা ৷ হায়দরাবাদ শহরের অন্যতম জনপ্রিয় পর্যটস্থল হল রামোজি ফিল্ম সিটি ৷ যাঁরা এই শহরে আসেন তাদের জন্য অবশ্যই দর্শনীয় স্থান এটি ৷

Share.
Leave A Reply

Exit mobile version