এক নজরে

কৃষক বৈঠকে আজই হেস্তনেস্তর চেষ্টা কেন্দ্রের

By admin

December 03, 2020

কলকাতা ব্যুরো: আজ চতুর্থবার কৃষক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার। এই বৈঠকের বিষয়টির নিষ্পত্তি করার জন্য চাপ রয়েছে মন্ত্রিগোষ্ঠীর উপরে। যদিও কৃষকরা বৈঠকে নতুন করে অন্য কোন দর কষাকষিতে যাবে না। সরাসরি কৃষি নিয়ে নতুন তিনটি বিল প্রত্যাহার করার দাবি জানাবে তারা। একইসঙ্গে বিদ্যুতের সংশোধনী বিলটি আপাতত স্থগিত করে দেওয়ার দাবি জানাবে কৃষক সংগঠনগুলি।আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপটেন আমরিন্দর সিংয়ের। গত কয়েকদিন ধরে কৃষক সংগঠনগুলির লক্ষ লক্ষ সদস্যের দিল্লিতে বিক্ষোভের জেরে রাজধানীর জনজীবনের দফারফা অবস্থা। দিল্লির বাজারগুলিতে আনাজ এর দাম বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি ভোগান্তি নিত্যযাত্রীদের।এরইমধ্যে সরকারকে বিপাকে ফেলেছে ট্রাক ব্যবসায়ীদের সংগঠন অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস কৃষক সংগঠনগুলির আন্দোলনে সহযোদ্ধা হিসেবে নিজেদের দাঁড় করিয়েছে। ৮ ডিসেম্বর থেকে উত্তর ভারতে পরিবহন বন্ধ করে দেবে এই সংগঠন। ফলে অত্যাবশ্যকীয় পণ্য বাজারগুলিতে পৌঁছানো দুরূহ হয়ে উঠবে। যদিও এই বন্ধ সামাল দিতে ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দফায় দফায় কথা বলতে শুরু করেছেন মোটর ট্রান্সপোর্ট সংগঠনের কর্তাদের সঙ্গে।

কৃষকদের সঙ্গে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, জম্মু-কাশ্মীর থেকে শুরু করে অন্যান্য রাজ্যগুলির কৃষকদের দিল্লির পথ থেকে সরানো যে একরকম দুষ্কর তা বুঝে গিয়েছে কেন্দ্র। এই অবস্থায় যেভাবেই হোক আজ আলোচনা করে এই সমস্যার একটা জরুরী আপাত স্থায়ী সমাধান চাইছে কেন্দ্রও।