কলকাতা ব্যুরো: দুর্গাপুজো ও কালীপুজোর সময় পুলিশের ডিউটির জন্য বেসরকারি বাস যাতে অধিগ্রহণ না করা হয় সে ব্যাপারে কলকাতা পুলিশকে চিঠি দিয়ে অনুরোধ করলো বাস মালিকদের একটি সংগঠন।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে পুলিশকে অনুরোধ করে বলা হয়েছে, এবছর করোনার আবহে এমনিতেই এখন রাস্তায় বাস বের করা যাচ্ছে না। চালক এবং কন্ডাকটর অনেকেই কাজে যোগ দিচ্ছেন না। এই কারণেই পুলিশের কাজে এখন বাস দিলে তাদের চালক এবং খালাসী দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে।
সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, করোনার কারণে এবারে এখনো বহু বাস বের করা যাচ্ছে না শুধুমাত্র চালকের অভাবে। ফলে পুজোর জন্য ডিউটি করতে পুলিশ চাইলেও সেখানে চালক দেওয়া সমস্যা হবে। একইসঙ্গে সংগঠনের বক্তব্য, অন্যান্যবারের মতো এবার পুজোর সময় সব বাস নামানো একেবারেই অসম্ভব। যেটুকু বাস নামবে তার থেকে আবার পুলিশ গাড়ি নিলে যাত্রী পরিষেবা দেওয়াই সমস্যা হয়ে যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version