কলকাতা ব্যুরো: সুন্দরবনের বাঘের হামলায় মৃত্যু হল আরো এক মৎস্যজীবীর। মৃতের নাম শশাঙ্ক মন্ডল। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে সুন্দরবনের জঙ্গলে। এদিন পরিবারের হাতে দু লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় রাজ্য সরকারের তরফে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন লাহিড়ী পুরের বাসিন্দা শশাঙ্ক তার চারজন সঙ্গীর সঙ্গে ঝিলার জঙ্গলের এলাকায় নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। শুক্রবার দুপুরে যখন খাড়ি র মধ্যে দিয়ে নৌকা নিয়ে যাচ্ছেন, তখনই একটি বাঘ জঙ্গল থেকে লাফ মারে তাদের নৌকোয়। শশাঙ্ককে ঘাড় মটকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
তার সঙ্গীরা লাঠি দিয়ে বাঘের উপরে পাল্টা হামলা চালান। বেশ কিছুক্ষন চলার পর শেষ পর্যন্ত শশাঙ্ককে ছেড়ে দিয়ে আবার জঙ্গলে গা ঢাকা ডেয় বাঘ। ওই অবস্থায় সঙ্গীরা শশাঙ্ককে নিয়ে দ্রুত গোসাবার দিকে আনার চেষ্টা করেন। কিন্তু এতটাই রক্তক্ষরণ হয় যে মাঝ নদীতে মৃত্যু হয় তার।
এদিকে শশাঙ্কর স্ত্রীর হাতে শনিবারই আর্থিক ক্ষতিপূরণের টাকা তুলে দে য় সরকার। দু লক্ষ টাকা এদিন তার হাতে তুলে দেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উল্কা নাথান। ছিলেন স্থানীয় বিধায়ক জয়ন্ত নস্কর। একই সঙ্গে ওই পরিবারটির সাময়িক সমস্যা মেটাতে একমাসের রেশন সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র তুলে দেওয়া হয়। কারণ শশাঙ্ক ও তার সঙ্গীরা বৈধ অনুমতি নিয়েই কাঁকড়া ধরতে কোর এরিয়ার মধ্যে জঙ্গলে ঢুকে ছিলেন নদীতে কাঁকড়া ও মাছ ধরতে। সেখানেই বাঘের আক্রমণে মৃত্যু হয় তার।

Share.
Leave A Reply

Exit mobile version