এক নজরে

Government Holidays: প্রকাশিত হলো ২০২২-এর রাজ্য সরকারি ছুটির তালিকা

By admin

November 26, 2021

কলকাতা ব্যুরো: ২০২১ শেষ হতে বাকি আর মাত্র এক মাস। নতুন বছরে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও শুরু করে দিয়েছেন অনেকেই। তারই মধ্যে শুক্রবার ২০২২ সালের ছুটির তালিকা ঘোষণা করলো নবান্ন। অর্থ দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী বছর ১৮টি পাবলিক হলিডে থাকছে রাজ্যে। এনআই আইন ১৮৮১ (N. I. Act) অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনটি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম তালিকায় রয়েছে পাবলিক হলিডে। এরপরের তালিকায় রয়েছে এমন কয়েকটি ছুটি যা পাবলিক হলিডের মধ্যে পড়ে না। রাজ্য সরকারি কর্মচারীরা এই ছুটি পাবেন। তৃতীয় তালিকায় রয়েছে সেকশানাল ছুটির দিন অর্থাৎ কোনও বিশেষ সম্প্রদায়ের জন্য ছুটি। 

পাবলিক হলি ডে

১২ জানুয়ারি- বিবেকানন্দের জন্মদিন

২৬ জানুয়ারি- প্রজাতন্ত্র দিবস

৫ ফেব্রুয়ারি- সরস্বতী পুজো

১৮ মার্চ- দোল

১৪ এপ্রিল- আম্বেদকর জয়ন্তী এবং মহাবীর জয়ন্তী

১৫ এপ্রিল- গুড ফ্রাইডে এবং বাংলার নববর্ষ

৩ মে- ইদ-উল-ফিতর

৯ মে- রবীন্দ্র জয়ন্তী

১৬ মে- বুদ্ধ পূর্ণিমা

৯ অগাস্ট- মহরম

১৫ অগাস্ট- স্বাধীনতা দিবস

৩-৫ অক্টোবর- দুর্গাপুজো

২৪ অক্টোবর- কালীপুজো

৮ নভেম্বর- গুরু নানকের জন্মদিন

রবিবার পড়েছে এমন ১০টি পাবলিক হলি ডে

২৩ জানুয়ারি- নেতাজি জয়ন্তী

১০ এপ্রিল- হরিচাঁদ ঠাকুরের জন্মদিন

১ মে- মে দিবস

১০ জুলাই- বখরি ঈদ

২৫ সেপ্টেম্বর- মহালয়া

২ অক্টোবর- গান্ধী জয়ন্তী এবং দুর্গাপুজো সপ্তমী

৯ অক্টোবর- ফতেহা-দাওয়াজ-দাহাম এবং লক্ষ্মীপুজো

৩০ অক্টোবর- ছট পুজো

২৫ ডিসেম্বর- ক্রিসমাস 

এন আই অ্যাক্ট অনুযায়ী এবার মোট ১৮টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে রাজ্য সরকার দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করে কর্মচারীদের আরও ২০টি ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি চারটি বিভাগীয় ছুটি পাবেন বিশেষ সম্প্রদায়ভূক্ত সরকারি কর্মচারিরা।

শুক্রবার প্রকাশিত রাজ্য সরকারি কর্মচারিদের ছুটির তালিকায় চোখ বুলিয়ে দেখা যাচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় একটানা ১১দিন ছুটি পেতে চলেছেন তাঁরা। এন আই অ্যাক্টে দুর্গাপুজোয় ছুটি মাত্র তিনদিন, ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর। কিন্তু রাজ্য সরকার আরও কয়েকটি দিন বাড়তি ছুটি ঘোষণা করেছে।

নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ অক্টোবর, শুক্রবার পঞ্চমীর দিন সরকারি অফিসে পুজোর ছুটি পড়বে। দুর্গাপুজোর ছুটি চলবে লক্ষ্মীপুজোর পরদিন অর্থাৎ ১০ অক্টোবর পর্যন্ত। কালীপুজোতেও তিনদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারিরা। পাশাপাশি দোল ও সরস্বতীপুজোয় একদিন করে বাড়তি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

এছাড়া, গুরু রবিদাসের জন্মদিন, ইস্টার স্যাটারডে, হুল দিবস ও করম পুজো উপলক্ষ্যে বিশেষ সম্প্রদায়ের কর্মচারিদের ছুটি থাকবে।