এক নজরে

#YouTubeChannel: ভারত বিরোধী ভুয়ো খবর ছড়ানোর জের

By admin

April 05, 2022

কলকাতা ব্যুরো: ভারত-বিরোধী ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে জানুয়ারি মাসেই ৩৫ টি ইউটিউব চ্যানেল, ২ টি ইনস্টাগ্রাম, ২ টি টুইটার অ্যাকাউন্ট, ২ টি ওয়েবসাইট এবং ১ টি ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করেছিল কেন্দ্র। ফের একই অভিযোগে ভারতের ১৮ টি ও ৪ টি পাক ইউটিউব চ্যানেল ব্লক করল তথ্য ও প্রযুক্তি মন্ত্রক।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ২২ টি ইউটিউব চ্যানেলের মাধ্যমে জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং দেশের আইনশৃঙ্খলা সম্পর্কিত ভুল তথ্য ছড়ানো হচ্ছিল। সেই কারণেই এই চ্যানেলগুলিকে ব্লক করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই চ্যানেলগুলি টিভি নিউজ চ্যানেলের লোগো ব্যবহার করতো, ভুয়ো থাম্বনেইল ব্যবহার করে সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করতো।
একটি বিবৃতিতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, ২২ টি চ্যানেলের ২৬০ কোটি ভিউয়ার ছিল। নিজেদের প্লাটফর্মকে ব্যবহার করে প্ররোচনামূলক তথ্য ছড়াতো এরা। জাতীয় নিরাপত্তা, বৈদিশক সম্পর্ক এবং আইনশৃঙ্খলার মতো সংবেদনশীল বিষয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বিভ্রান্তিকর তথ্য ছড়াতো। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত চ্যানেলগুলি নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে নিউজ চ্যানেলের লোগো ব্যবহার করত।
এক বিবৃতিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় নিজেদের কনটেন্ট ভাইরাল করতে ভিডিওগুলির শিরোনামে ভুয়ো থাম্বনেইল ব্যবহার করত চ্যানেলগুলি৷ এছাড়াও দেখা গিয়েছে যে ভারত-বিরোধী জাল খবর পাকিস্তানে বসে তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, ২২ টি ইউটিউব চ্যানেল ছাড়াও একই দায়ে ৩টি টুইটার অ্যাকাউন্ট, ১টি ফেসবুক অ্যাকাউন্ট ও ১টি ওয়েবসাইট ব্লক করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক।

প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিত রাওয়াতের প্রয়াণ নিয়েও ভুল খবর করা হয়েছিল বেশ কিছু চ্যানেলে। ওই চ্যানেলগুলিতে দেখানো বিভিন্ন কনটেন্টের কিছু স্ক্রিনশটও প্রকাশ্যে আনে কেন্দ্র। উল্লেখ্য, এই নিয়ে সম্প্রতিককালে ৭৭ টি ইউটিউব চ্যানেল, একাধিক টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট এবং বেশকিছু ওয়েবসাইট ব্লক করল মোদি সরকার।