কলকাতা ব্যুরো: আড়াই বছর পর খুলছে হুগলির গোণ্ডলপাড়া জুট মিল। ১ নভেম্বর থেকে তা ফের চালু হতে চলেছে। এই সিদ্ধান্তে পুজোর আগেই খুশির হাওয়া ওই জুট মিলের প্রায় ৫ হাজার শ্রমিকের পরিবারে।২০১৮ সালের মে মাস থেকে ওই জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলিয়ে দিয়েছিলো মালিক পক্ষ। বন্ধ হয়ে যায় জুট মিল। তখন থেকে টানা বন্ধই ছিলো জুট মিলটি। বারবার চেষ্টা করেও তা খোলা যায়নি।অবশে মমতা বন্দ্যোপাধ্যাযের সরকারের উদ্যোগে ফের খুলেছে জট। ওই জুটমিলের আইএনটিটিইউসি নেতা চন্দন বর্মন এই জুট মিলটি খোলার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকে। সিটু নেতা রতন ব্যানার্জি জানান, জুট মিলের ১১ টি শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের দাবিগুলি নিয়ে একসঙ্গে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে।