কলকাতা ব্যুরো: উত্তর প্রদেশ গোরোখপুরে করোনার বিধি মেনে চালু হয়েছে স্কুল। সব স্কুলের একেবারেই সোশ্যাল ডিসটেন্স বাধ্যতামূলক করা হয়েছে। ছোটদের স্কুল থেকে হাইস্কুল পর্যন্ত, সেখানে করোনার বিধি মানাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দূরত্ব বজায় রাখার নির্দেশ কে বাস্তবে পালন করার জন্য বিভিন্ন ক্লাসের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যাতে একসঙ্গে বেশি পড়ুয়া এসে গেলে, সোশ্যাল ডিসটেন্স মানার নির্দেশ ভেঙে না যায়।পাশাপাশি ক্লাসরুম কয়েকজন করে পড়ুয়া নিয়ে চলছে। মাঠে চলছে ক্লাস। এমনকি জল আনতে গেলে, শৌচাগারে গেলেও নিয়ন্ত্রিতভাবে প্রতিটি ক্লাস থেকে পড়ুয়াদের ছাড়া হচ্ছে। গোরখপুরের এমনই একটি ছবি এএনআই তুলে ধরেছে, যেখানে সাত মাস পরে স্কুল শুরু হওয়ার পরেও কিভাবে কঠোরভাবে বিধি মেনে স্কুল চালু করা হয়েছে।