এক নজরে

টাকা রোজগার করার জন্য নতুন অ্যাপ আনতে চলেছে গুগল

By admin

November 24, 2020

কলকাতা ব্যুরো : ভারতের বাজারে গুগোল একটি নতুন অ্যাপ আনতে চলেছে ।এই অ্যাপের মাধ্যমে এই অ্যাপ ব্যবহারকারীরা সার্ফিং করতে করতে টাকা রোজগার করতে পারবেন। গুগল টাস্ক মেট নিয়ে ভারতে এখনো পর্যবেক্ষণের চলছে। হাতেগোনা কিছু ব্যবহারকারী এই অ্যাপ এখন রেফারেল কোড এর মাধ্যমে ব্যবহার করতে পারছেন। এই অ্যাপস ব্যবহার কারীকে কিছু সহজ কাজ দেবে বলে জানা যাচ্ছে যেমন সার্ভে করা অথবা বিদেশী ভাষা থেকে নিজের ভাষায় কোন ট্রান্সলেশন করা বা কোন রেস্টুরেন্টের বা সিনেমাহলের ছবি নেওয়া ইত্যাদি।

গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। কিন্তু কেউ আমন্ত্রিত করে রেফারেল কোড দিলেই তবে সেটি ব্যবহারকারী ব্যবহার করতে পারবে। এই অ্যাপের মাধ্যমে গুগোল বর্ণিত কাজ করে দিতে পারলেই ব্যবহারকারী টাকা রোজগার করতে পারবেন। ব্যবহারকারীর গুগল একাউন্টে কি কি ধরনের কাজ করতে হবে তা গুগল থেকে বলে দেওয়া হবে। ছবি তোলা অথবা কোন সার্ভে করা ইত্যাদির কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পছন্দ না হলে গুগলের দেওয়া কাজ নাও করতে পারেন ব্যবহারকারী। কোন নির্দিষ্ট জায়গায় যেতে কতক্ষণ সময় লাগছে এরকম কাজ দেওয়া হতে পারে এই অ্যাপ থেকে। ভারতীয়রা রুপিস বা দেশীয় কারেন্সিতে এই অ্যাপ থেকে টাকা রোজগার করতে পারে ব্যবহারকারী।

এই অ্যাপের মাধ্যমে গুগোল সারা বিশ্বে তাদের ম্যাপিং সার্ভিস করবে বলে জানা যাচ্ছে এবং স্থানীয় ব্যবসাকে অনলাইন করার চেষ্টা শুরু করছে। যদিও এই অ্যাপ সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা এখনো গুগল থেকে দেওয়া হয়নি।