এক নজরে

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত দেড় কেজি সোনা

By admin

January 13, 2022

কলকাতা ব্যুরো: কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর জিন্সের প্যান্টের খোপ থেকে উদ্ধার হল প্রায় দেড় কেজি সোনা। কাঁচি দিয়ে প্যান্টের খোপ কেটে কাস্টমস আধিকারিকরা ওই সোনা বাইরে বের করে আনেন। এই ঘটনায় দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করা হয়েছে। তবে কী কারণে এবং কোথায় তারা এই সোনা পাচার করছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার গোপন সূত্রে কাস্টমস আধিকারিকরা জানতে পারেন দুবাই ফেরত দুই যাত্রী বিপুল পরিমাণ সোনা নিয়ে আসছে। এরপরেই সতর্ক হন কাস্টমস আধিকারিরকরা। সন্দেহ হওয়াতে বিমানবন্দরে ২ ব্যক্তিকে আটক করা হয় ৷ পরে তাদের সঙ্গে কথা বলে সন্দেহ হয় কাস্টমস আধিকারিকদের। ওই দুই যাত্রীর জিনিসপত্র তল্লাশির পর সন্দেহ আরও বেড়ে যায় তদন্তকারীদের।

এক যাত্রীর জিন্সের প্যান্টের কোমরে লুকনো খোপ দেখতে পান তারা। এরপরেই কাচি দিয়ে সেই খোপ কাটতেই বেড়িয়ে আসে একের পর এক সোনা । সব সোনা উদ্ধারের পর তা ওজন করে দেখা যায় প্রায় দেড় কেজি সোনা। যার বাজার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা।