কলকাতা ব্যুরো: বড়বাজার থেকে লাখ লাখ টাকার সোনার বিস্কুট উদ্ধার করলো কাস্টমস বিভাগ ৷ খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়বাজারে যান কাস্টমস বিভাগের অফিসাররা। সেখান থেকে একজনকে গ্রেফতার করে তারা। উদ্ধার হয় প্রায় ৩০ লাখ টাকার চোরাই সোনার বিস্কুট।
কাস্টমস বিভাগ সূত্রে খবর, খুব সম্ভবত বাংলাদেশ থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে এই চোরাই বিস্কুট ঢুকছে রাজ্যে। এর সঙ্গে আর করা কারা যুক্ত আছে এবং এই সোনা কোথায় পাচার করার ছক ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।
প্রসঙ্গত, চলতি বছরে অনেকবার চোরাই সোনা উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গে। এই পাচারের সোনাগুলি কখনও বিএসএফ কখনও আবার কাস্টমস বিভাগের অফিসাররা উদ্ধার করেছে। আর মঙ্গলবার খাস কলকাতার ব্যস্ততম জায়গা বড়বাজার থেকে চোরাই সোনার বিস্কুট উদ্ধার করলেন কাস্টমস বিভাগের অফিসাররা ৷