কলকাতা ব্যুরো: গোঘাটে মৃত বিজেপি কর্মী গণেশ রায়ের মৃত্যু নিয়ে এখনো চাপানউতর চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। সোমবারই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির এক প্রতিনিধি দল। যদিও পরিবারের সদস্যদের সঙ্গে তাদের দেখা হয়নি। কারণ তারা ওই বাড়ি ছেড়ে অন্যত্র রয়েছেন।
যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়, বিজেপির প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন না বলেই অন্যত্র রয়েছেন ওই পরিবারটি। গতকাল গোঘাটে একটি বাইক মিছিলও করে তৃণমূল।