কলকাতা ব্যুরো : বিমান থেকে নেমে একটা মিসড কল। তাতেই ট্যাক্সি চলে আসবে আপনার সামনে। কলকাতা বিমানবন্দর এর বাইরে আর প্রিপেইড ট্যাক্সি লাইনে দাঁড়াতে হবে না। অনেক সমস্যায় জর্জরিত ছিলেন বিমানযাত্রীরা। ভিড়ের মধ্যে দাঁড়ানো, বড় লাইন, তারপরে ও ট্যাক্সি গড়হাজির। সমস্যা ছিল নিজেদের ইচ্ছামত ভাড়া নেওয়া। দীর্ঘ বিমানযাত্রার পর বাইরে বেরিয়ে আবার অন্য যাত্রীদের সঙ্গে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এবার এইসব সমস্যাগুলি থেকে যাত্রীদের বাঁচাতে এগিয়ে এলো বিধান নগর পুলিশ কমিশনারেট।
এবার থেকে মিসড কল দিলেই কলকাতা বিমানবন্দরের বাইরে মিলবে ট্যাক্সি। এই বিষয়ে ইতিমধ্যেই একটি বেসরকারি সংস্থার সঙ্গে কথাবার্তা বলে পুলিশ পাকাপাকি বন্দোবস্ত করে ফেলেছে। বিমান থেকে নেমেই দিতে হবে মিস কল। তারপর সেই সংস্থার থেকেই যোগাযোগ করা হবে আপনার সঙ্গে। আপনার জন্য বাইরে অপেক্ষা করবে ট্যাক্সি। আর তার জন্য আপনাকে কত ভাড়া দিতে হবে সব তথ্যই চলে যাবে আপনার মোবাইল। এর জন্য আপনাকে 743 975 1855 এই নম্বরে মিসকল দিতে হবে।
বিধান নগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর বিমান পরিষেবা চালু হয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দরে একটি সংস্থার নম্বর ডিসপ্লে করা হবে। বিমানবন্দরের একাধিক জায়গায় দেয়া হবে এই নম্বর। এমনকি ট্যাক্সির জন্য এই নম্বর ঘোষণা করা হবে। নম্বরটিতে যাত্রীরা মিসকল দিলেই একটি মেসেজ আসবে। বিধান নগর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে জানানো হয়েছে করোনা সংক্রমনের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাক্সিচালক ও মালিকদের এই বিষয়ে সাহায্য চেয়ে আবেদন জানানো হচ্ছে। বিধান নগর পুলিশের ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন সাধারণ মানুষের স্বার্থে এই প্রস্তাবকে তারা স্বাগত জানাচ্ছেন। এর আগেও যাত্রীদের সুবিধার জন্য বিধান নগর পুলিশ কমিশনারেট অনলাইন ট্যাক্সি বুকিং এর উদ্যোগ নিলেও সেভাবে যাত্রীদের মধ্যে সাড়া পাওয়া যায়নি। তবে এবার যেহেতু এই সিস্টেমে ইন্টারনেট বা স্মার্টফোন বাধ্যতামূলক নয় তাই এই উদ্যোগের উপকৃত হবেন যাত্রীরা। এই উদ্যোগ কার্যকর হলে সব মানুষ যদি
এই প্রকল্পের সাহায্য নিতে পারে সে ক্ষেত্রে ভবিষ্যতে প্রিপেইড ট্যাক্সি বুথ তুলে দেওয়া হতে পারে। করণা পরিস্থিতিতে আরও বেশিসংখ্যক বিমান পরিষেবা চালু হলে সংক্রমণ ঠেকাতে প্রিপেড ট্যাক্সিতে মিস কলের মাধ্যমে যাত্রীদের তোলার ব্যবস্থা করা হবে।