এক নজরে

মিললো দীপুদা র ছাড়পত্র

By admin

October 13, 2020

ছবি – সামাজিক মাধ্যম

কলকাতা ব্যুরো: দুর্গা পুজোর আগেই বাঙালির জন্য সুখবর দিল রেল মন্ত্রক। আগামী ১৬ অক্টোবর থেকে কলকাতা থেকে দীঘা ও পুরী পর্যন্ত ট্রেন চলাচল শুরু হচ্ছে। ওই দিন থেকে প্রতিদিনই এই দুই পর্যটন শহরে ট্রেন চালাবে রেল। একইসঙ্গে ২০ অক্টোবর থেকে দেশে যে ১৯৬ টি উৎসব স্পেশাল ট্রেন চলবে, তারও কয়েকটি পাচ্ছে এ রাজ্য। তারমধ্যে উত্তরবঙ্গ মুখী ট্রেন আছে। এই অবস্থায় বাঙালির জন্য অত্যন্ত খুশির খবর, একই সঙ্গে দীঘা, পুরী ও মন চাইলে দার্জিলিংয়ের ট্রেনেও পুজোর আগেই টিকিট কাটার সুযোগ বাঙালি পেয়ে যাচ্ছে। যাকে রসিকতা করে ভ্রমণ পিপাসুরা বলে, দিপুদা। অর্থাৎ দীঘা -পুরী – দার্জিলিং।এর আগেই অবশ্য ১৫ অক্টোবর থেকে হাওড়া- রাঁচী শতাব্দী এক্সপ্রেস যাত্রা শুরু করবে। আর ১৯ অক্টোবর থেকে চলবে হাওড়া জামসেদপুর সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন।১৬ অক্টোবর থেকেই প্রতিদিন স্টিল এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর বাইরে হাওড়া এর্নাকুলাম ভায়া কাটপাটি এক্সপ্রেস, প্রতি শনিবার হাওড়া থেকে ছাড়বে। ওইদিনই রাচি হাতিয়ার মধ্যে স্পেশাল ট্রেন চালু হবে।উৎসব স্পেশাল ট্রেনগুলি চালানো হচ্ছে ২০ অক্টোবর থেকে। তার মধ্যে রয়েছে শিয়ালদা – এনজিপি স্পেশাল। ফলে করোনা আবহে ঘরবন্দী বাংলার মানুষের কাছে অন্তত এবার পুজোর কটা দিন শহরের মণ্ডপে ভিড় না করে একবার প্রিয় এবং নাগালের মধ্যে থাকা পর্যটকস্থলে ঘুরে আসার সুবিধা করে দিলো রেল কর্তৃপক্ষ।