অধ্যায় ১ : শ্লোক ২১-২২
অর্জুন উবাচহৃষীকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে৷সেনয়োরুভয়োর্মধ্যে রথং স্থাপয় মেচ্যুত৷৷২১।যাবদেতান্নিরীক্ষেহং যোদ্ধুকামানবস্থিতান্৷কৈর্ময়া সহ যোদ্ধব্যমস্মিন্ রণসমুদ্যমে৷৷২২।
অর্থ: অর্জুন বললেন- হে অচ্যুত্ অভ্রান্ত বন্ধু, তুমি উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন কর, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং আমাকে অস্ত্রধারণ করে কাদের সঙ্গে এই মহাসংগ্রাম করতে হবে।