এক নজরে

গাজন

By admin

April 14, 2021

প্রতিবেদন ও ছবি – কল্যাণ গাঙ্গুলি

মহা সমারোহে পালিত হল পুরুলিয়ার শাতুড়ি থানার বৃন্দাবনপুরের প্রায় দেড়শো বছরের প্রাচীন গাজন উৎসব l বিকেল থেকে গ্রামের প্রাচীন শিবমন্দিরে জমায়েত হন গাজন সন্ন্যাসিরা। সারা শরীরে সলাকা বিদ্ধ গাজন সন্ন্যাসিদের গ্রাম পরিক্রমার পর শুরু হয় চরক ঘোরা l গ্রাম বাংলার প্রাচীন ধর্মীয় রীতিকে আজও বয়ে চলেছে পুরুলিয়ার বৃন্দাবনপুর l আসানসোল গ্রামের প্রায় তিন শতাব্দী প্রাচীন গাজন উৎসব ও বারাবনির নুনী গ্রামের চরক উৎসব পালিত হয় মহা সমারোহে l করোনা বিধি মেনে যথেষ্ট জনসংমাগম ঘটে এই উৎসব গুলিতে l