এক নজরে

ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

By admin

December 15, 2020

কলকাতা ব্যুরো: ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম৷ চলতি মাসে দাম বাড়লো এই নিয়ে দ্বিতীয় বার। কলকাতায় আজ থেকে রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারে দাম বাড়ল ৫০ টাকা করে৷ এর আগে চলতি মাসের ২ তারিখেই রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে বাড়ে৷ ফলে এবার থেকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল মোট ৭২০.৫০ টাকা৷

রান্নার গ্যাসের সিলিন্ডার সাধারণত হল ১৪.২ কেজির৷ অন্যটি হয় বাণিজ্যিক ব্যবহারের জন্য , যা ১৯ কেজির৷ প্রতি ১৯ কেজির সিলিন্ডারের দামও বেড়েছে ৩৬ টাকা৷ এবার থেকে ১৯ কেজির সিলিন্ডারের দাম হবে ১৩৮৭.৫০ টাকা৷