কলকাতা ব্যুরো: গড়বেতায় এক নাবালিকাকে পিটিয়ে খুনের ঘটনা ঘটলো। রবিবার গড়বেতা থানা এলাকার সাতবাঁকুড়ার ওই ঘটনায় অভিযুক্ত নাবালিকার বাবা। তাকে পুলিশ আটক করেছে।
জানা গিয়েছে, দিন দুয়েক আগে মায়ের সঙ্গে মামার বাড়ি গিয়েছিলো ওই নাবালিকা। তা নিয়েই গোলমাল হয় বাবা ও মেয়ের মধ্যে। তার জেরেই মাথায় চ্যালা কাঠ দিয়ে মেয়েকে মারেন অভিযুক্ত ওই বাবা। পুলিশ খুনের কারণ খতিয়ে দেখছে। নাবালিকার মায়ের দাবি, দুই মাসের অন্তঃস্বত্ত্বা ছিলো তার মেয়ে।