কলকাতা ব্যুরো: আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ৪ সেপ্টেম্বর গণধর্ষণ-র শিকার হন জলপাইগুড়ির দুই নাবালিকা। ওই ঘটনায় লোকলজ্জা এড়াতে ৬ সেপ্টেম্বর কীটনাশক খান ওই দুই বোনই। দিদির মৃত্যু হলেও, আশঙ্কাজনক অবস্থায় বোনের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।

ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। কিন্তু জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকার ওই ঘটনায় প্রবল ক্ষুব্ধ সাধারণ মানুষ। মঙ্গলবার ওই ঘটনার প্রতিবাদে মিছিল হয় জলপাইগুড়ি জেলায়। ধুপগুড়ি থানা এলাকাতেও মিছিল করে বিজেপি।

Share.
Leave A Reply

Exit mobile version