এক নজরে

Ganesh Chaturthi: মুম্বইয়ে গণেশ চতুর্থীতে কড়াকড়ি

By admin

September 11, 2021

কলকাতা ব্যুরো: মুম্বইয়ের সবচেয়ে বড় উৎসব গণেশ চতুর্থী। কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেই উৎসবের উদ্‌যাপনে বিধিনিষেধ জারি করেছে মহারাষ্ট্র সরকার। ক্লাবগুলিও সরকারি নিষেধাজ্ঞা মেনেই আয়োজন করেছে গণেশ পুজোর। চার থেকে পাঁচ জনের বেশি একত্রে জড়ো হওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বই প্রশাসন।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। শোভাযাত্রা এবং প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখাও বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বরং নেটমাধ্যমে আরতি এবং পুজো দেখানোর ব্যবস্থা করতে বলা হয়েছে পুজো উদ্যোক্তাদের। কেবলমাত্র কোভিডের দু’টি টিকা যাঁরা পেয়েছেন, তাঁরাই স্বেচ্ছাসেবক হিসাবে মণ্ডপের ভিতরে যেতে পারবেন।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই মুম্বইয়ে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার দৈনিক সংক্রমণ সেখানে ৫০০ ছাড়িয়েছে। জুলাইয়ের পর এই প্রথম মুম্বইয়ে ৫০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। পুজো মণ্ডপ বা শোভাযাত্রার ভিড় যাতে সংক্রমণ লাগামছাড়া না করে, সে জন্যই প্রশাসনের তরফে জারি করা হয়েছে বিধিনিষেধ।

অন্যদিকে কলকাতা সহ রাজ্যের একাধিক প্রান্তে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। শুক্রবার গণপতি আরাধনায় সামিল হয় কলকাতার লেক কালীবাড়িও। এ বছর ১১ বছরে পা দিল লেক কালীবাড়ির এই পুজো। জানা গিয়েছে, করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই গণেশ চতুর্থী পালন করা হচ্ছে। দর্শনার্থীরা কোভিড বিধি মেনে পুজো দিতে পারবেন।