এক নজরে

Mahatma Gandhi: ব্রিটিশ রয়্যাল মিন্ট কালেকশনের মুদ্রায় মহাত্মা গান্ধী

By admin

November 04, 2021

কলকাতা ব্যুরো: একটি কয়েন, যার মাঝে থাকবে ভারতের জাতীয় ফুল ‘পদ্ম’ এবং মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি। এমন একটি বিশেষ সংগ্রাহক কয়েন প্রকাশের কথা ঘোষণা করলেন ব্রিটিশ সরকারের কোষাধ্যক্ষ প্রধান ঋষি সুনক। ভারতের উৎসব দীপাবলি উদযাপনে এমন অভিনব উদ্যোগ, জানিয়েছেন তিনি। এই কয়েন ‘নন-সারকুলেটিং’ অর্থাৎ এই মুদ্রা কোনও কেনা-বেচায় ব্যবহার করা যাবে না।

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মহাত্মা গান্ধীর জীবন ও তাঁর আদর্শকে ব্রিটিশ বিশেষ সংগ্রাহক কয়েনের মাধ্যমে তুলে ধরার এমন প্রচেষ্টা এই প্রথম। এই কয়েনের মাঝখানে এক সময়ের উপনিবেশ ভারতের জাতীয় ফুলের সঙ্গে থাকবে গান্ধীর কথা “আমার জীবনই আমার বাণী”। এই কয়েনটি ব্রিটেনের ‘ব়য়্যাল মিন্ট কালেকশন’-এর অংশ হবে। কয়েনটি ডিজাইন করেছেন শিল্পী হিনা গ্লোভার।

সুনক একটি বিবৃতিতে জানিয়েছেন, “দীপাবলি চালাকালীন এই কয়েন উন্মোচন করে আমি গর্বিত বোধ করছি। ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী। এই প্রথম ব্রিটিশ কয়েনের মধ্যে দিয়ে তাঁর অবিস্মরণীয় জীবনকে মনে রাখাটা একটা দারুণ ব্যাপার হবে।

৫ পাউন্ডের এই কয়েনটি সোনা আর রুপো দিয়ে তৈরি। বৃহস্পতিবার দীপাবলিতে ধনসম্পদের হিন্দু দেবী লক্ষ্মীর ছবি খোদাই করা ১ গ্রাম (০.০৩৫ oz) এবং ৫ গ্রাম (০.১৮ oz) ওজনের সোনার বাটের পাশাপাশি এই বিশেষ কয়েন বিক্রি করা হবে।

গত বছর সংখ্যালঘু সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে সুনক ‘বৈচিত্র্যময় ব্রিটেন’ নামক ৫০ পেনির একটি কয়েন চালু করেন। ২০২০-এর অক্টোবরে ব্রিটেনের বৈচিত্র্যময় ইতিহাস উদযাপন উপলক্ষ্যে প্রায় ১০০ কোটি সংখ্যক কয়েন প্রকাশ করা হয়েছিল।