কলকাতা ব্যুরো: তৃণমূলের এক পঞ্চায়েতের সদস্যের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চেয়ে তা জানাজানি হতেই খুন করে দেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার ঘটনা জানাজানির পর থেকেই অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় গ্রামবাসীরা। তৃণমূল এই ঘটনাকে রাজনৈতিক প্রতি হিংসার অভিযোগ তুলেছে। গলসি দু নম্বর ব্লকের এই ঘটনায় শুক্রবার পর্যন্ত পাঁচ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকালে দামোদর নদের সেচ খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই নাবালকের দেহ উদ্ধার করা হয়। তাকে গলা টিপে খুন করে দেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। বুধবার রাত থেকেই নিখোঁজ ছিল কিশোর। স্থানীয় মানুষের একাংশের বক্তব্য, মোটা টাকা মুক্তিপণ দাবি করে পঞ্চায়েত সদস্য বুদ্ধদেব দোলই কে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। পুলিশকে জানাতে বারণ করা হয়। কিন্তু দ্রুত খবর ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা সকলেই স্থানীয় বাসিন্দা।

এদিন সকালে খাল থেকে দেহ উদ্ধারের পরেই উত্তেজনা ছড়ায় গ্রামে। অভিযুক্তরা সকলেই স্থানীয় বাসিন্দা। পুরুষ-মহিলা নির্বিশেষে গ্রামবাসীরা দিয়ে গুঁড়িয়ে দেয় অভিযুক্তদের বাড়ি। কিন্তু কেন খুন করা হয়েছে সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, ওই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত শুরু হয়েছে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version