এক নজরে

ফের চালু হলো গালিফ স্ট্রিট মার্কেট

By admin

September 06, 2020

কলকাতা ব্যুরো: করোনা আবহে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর ফের চালু হলো গালিফ স্ট্রিট মার্কেট।

করোনা সতর্কতা মেনেই রবিবার সকাল থেকে চালু হলো বিশেষত পোষ্যদের এই মার্কেটটি। রঙিন মাছ, পাখি, গাছ, পোষ্য সবই মেলে উত্তর কলকাতার এই বাজারটিতে। পাওয়া যায় সে সংক্রান্ত যাবতীয় সরঞ্জামও।

ছবি: কুন্তল চক্রবর্তী