কলকাতা ব্যুরো: করোনা আবহে ফের খুলছে রাজ্যের স্কুল-কলেজ। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলবে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ফলে স্বস্তিতে রাজ্যবাসী।
২০২০ সালে করোনার কারণে স্কুল-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। তারপর পড়ুয়াদের স্বার্থে অনলাইনেই চলছে ক্লাস। মাঝে করোনা পরিস্থিতি খানিকটা আয়ত্তে এলে ধীরে ধীরে স্কুল খুলতে শুরু করেছিল। কিন্তু ফের করোনার ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে। লাফিয়ে বেড়েছে সংক্রমণ। ফলে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে রাজ্য।
এছাড়াও একাধিক ক্ষেত্রে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই শিথিল করা হয়েছে বিধিনিষেধ। সেই থেকেই স্কুল-কলেজ খোলার দাবিতে সরব হয়েছিল সবমহল।
রাজ্যের তরফে বারবার জানানো হয়েছিল, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ৩ তারিখ থেকে রাজ্যে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে হবে ক্লাস। কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক-সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও নিয়ম একই।
তবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের পড়াশোনা চলবে ‘পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে’। স্কুল বন্ধ থাকায় সরস্বতী পুজো আদৌ হবে কি না, তা নিয়ে সংশয়ে ছিল পড়ুয়ারা। তবে মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায় খুশি পড়ুয়ারা। তবে প্রত্যেককে কঠোরভাবে মানতে হবে করোনাবিধি।
উল্লেখ্য, স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সোমবারও রাজ্যজুড়ে আন্দোলনে নামে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। দমদম, বারাসত থেকে শুরু করে চুঁচুড়া, বোলপুর – একাধিক জায়গায় এসএফআইয়ের বিক্ষোভ, প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কোথাও কোথাও রাস্তা অবরোধ করা হয়েছে। পালটা এবিভিপি-ও সল্টলেকে একই দাবিতে বিক্ষোভ শুরু করে।
এছাড়া সোমবারই রাজ্যের কোভিড বিধির মেয়াদ আরও বাড়ানো হলো। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত বিধিনিষেধ জারি থাকবে। সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ায় বেশ কিছু ক্ষেত্রে নিয়মকানুন শিথিল করা হয়েছে। কমেছে রাত্রিকালীন কারফিউয়ের মেয়াদও। রাত ১০ টার বদলে রাত ১১টা থেকে ভোর ৫ টা পর্যন্ত থাকবে নাইট কারফিউ।
আর যে সব ক্ষেত্রে বিধিনিষেধ খানিকটা শিথিল হলো, একঝলকে দেখে নিন –
এছাড়া পরিবহণ ক্ষেত্রেও বেশ কিছু ছাড় মিলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, কলকাতা-মুম্বই, কলকাতা-লন্ডন বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে। তবে বেঙ্গালুরুগামী বিমান চলাচল এখনও বন্ধ থাকছে। তবে লোকাল ট্রেনের সময়সীমা বাড়েনি। প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। কোভিড বিধি মেনে, মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রেখে ট্রেনে চলাফেরা করতে হবে।