কলকাতা ব্যুরো: রবিবারের পুরভোটে উত্তপ্ত হয়ে উঠলো জয়নগর-মজিলপুর। এদিন সকাল থেকেই লাগাতার দুষ্কৃতীদের তাণ্ডব চলতে থাকে। বুথের বাইরে চলে লাগাতার গুলি, পড়ে বোমাও। ভোটারদের রীতিমতো তাড়িয়ে দিয়ে ভোট লুঠের অভিযোগ ওঠে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন জয়নগর-মজিলপুর পুরসভার সামনে রীতিমতো বহিরাগত দুষ্কৃতীরা তান্ডব দেখাতে শুরু করে। সাধারণ ভোটাদের ভয় দেখিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে জয়নগর থানার মোড় এলাকা দাপিয়ে বেড়ায় তারা। তবে থানার সামনেই এমন ঘটনা ঘটলেও নিশ্চুপ প্রশাসন। স্থানীয়দের দাবি, এদিন বেশিরভাগ ওয়ার্ডেই মানুষকে ভোটদানের সুযোগটুকুই দেওয়া হয়নি।

রবিবার সকালে ভোটগ্রহণ শুরু হতেই অশান্ত হয়ে পড়ে জয়নগর-মজিলপুর পুরসভার ১৪টি ওয়ার্ডের অধিকাংশ বুথই। অভিযোগ পুলিশ-প্রশাসন সব দেখলেও নিশ্চুপ ছিল। যার ফলস্বরূপ জয়নগর ও মজিলপুরের একাধিক ওয়ার্ডে গুলি চলে বলে খবর। এলাকাবাসীরা জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো দাপাদাপি করছে দুষ্কৃতীরা। এলাকায় রীতিমতো অশান্তি তৈরি করতে থাকে তারা। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ।

যদিও অতিরিক্ত পুলিশ সুপারের দাবি কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি। এলাকাবাসীদের মতে, জয়নগর-মজিলপুরের বুকে এই রকম হিংসার ঘটনা তাঁরা আগে কখনও দেখেন নি। অথচ আজ সেই ঘটনার সাক্ষী হলেন তারা।

Share.
Leave A Reply

Exit mobile version